দিল্লি সীমানায় ১৫ মাস ধরে চলা কৃষক আন্দোলনে আপতত ইতি টানলেন কৃষকরা। অনুষ্ঠানিক ভাবে সরকারি চিঠি আসার পরই তাঁরা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন। এর আগে মোদী সরকারের তরফে কৃষকদের দাবি মেনে পদক্ষেপ করার খসড়া প্রস্তাব আসে। তারই অনুষ্ঠানিক চিঠি আসার পর বৃহস্পতিবার বৈঠকে বসেন কৃষক নেতারা। এই বৈঠকে সহমতের ভিত্তিতে তাঁরা ৩৭৮ দিনের আন্দোলনে আপাতত ইতি টানার সিদ্ধান্ত নেন।
কেন্দ্রীয় কৃষি সচিবের পাঠানো চিঠিতে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র আইনি গ্যারান্টি প্রসঙ্গে সরকার প্রস্তাব দিয়েছে, সব কৃষকের জন্য এমএসপি নিশ্চিত করার পথ খুঁজতে কমিটি তৈরি করা হবে। সেই কমিটিতে কৃষক মোর্চার প্রতিনিধিরাও থাকবেন।
কেন্দ্রীয় কৃষি সচিবের পাঠানো চিঠিতে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র আইনি গ্যারান্টি প্রসঙ্গে সরকার প্রস্তাব দিয়েছে, সব কৃষকের জন্য এমএসপি নিশ্চিত করার পথ খুঁজতে কমিটি তৈরি করা হবে। সেই কমিটিতে কৃষক মোর্চার প্রতিনিধিরাও থাকবেন।
Dear Students,
এই ভিডিও টা 20 মিনিটেও বানানো যেতে পারত। কিন্তু আমি পুরো 1 ঘন্টা সময় নিয়েছি। কারণ আমার মনে হয়েছে , ভারতের দেশীয় শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ replace করে পাশ্চাত্য ইংরেজি শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে , এত এত সংশয় - উদ্যোগ , সাফল্য - ব্যর্থতা , সুদুরপ্রসারি পরিকল্পনা, এতকিছু বিক্ষিপ্ত ঘটনা পরম্পরা , তার সবকিছুকে গল্পের মতো করে সাজিয়ে গুছিয়ে সিনেমার মতো করে বলতে , এই টুকু সময় লাগারই কথা । Class টা বানাতে অনেক research , আনেক পররিশ্রম করতে হয়েছে - আশাকরি ধৈর্য ধরে, সময় নিয়ে দেখবে ।
আজকের ক্লাস 👇
Development of English Education in India under British Rule.
Click : https://youtu.be/PxH-8j524v4
https://youtu.be/PxH-8j524v4
(এই Class টা তোমাদের WBCS কোর্সের Video . দেখতে ভুলো না)
এই ভিডিও টা 20 মিনিটেও বানানো যেতে পারত। কিন্তু আমি পুরো 1 ঘন্টা সময় নিয়েছি। কারণ আমার মনে হয়েছে , ভারতের দেশীয় শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ replace করে পাশ্চাত্য ইংরেজি শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে , এত এত সংশয় - উদ্যোগ , সাফল্য - ব্যর্থতা , সুদুরপ্রসারি পরিকল্পনা, এতকিছু বিক্ষিপ্ত ঘটনা পরম্পরা , তার সবকিছুকে গল্পের মতো করে সাজিয়ে গুছিয়ে সিনেমার মতো করে বলতে , এই টুকু সময় লাগারই কথা । Class টা বানাতে অনেক research , আনেক পররিশ্রম করতে হয়েছে - আশাকরি ধৈর্য ধরে, সময় নিয়ে দেখবে ।
আজকের ক্লাস 👇
Development of English Education in India under British Rule.
Click : https://youtu.be/PxH-8j524v4
https://youtu.be/PxH-8j524v4
(এই Class টা তোমাদের WBCS কোর্সের Video . দেখতে ভুলো না)
জার্মানিরর নতুন চ্যান্সেলর পদে শপথ নিলেন ৬৩ বছর বয়সী সোশ্যাল ডেমোক্রেট দলের নেতা Olaf Scholaz। সম্প্রতি জার্মান পার্লামেন্টের নির্বাচনে তিনি ৭০৭ আসনের মধ্যে ৩৯৫টি আসনে জয়লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে Scholaz হলেন জার্মানির নবম চ্যান্সেলর।
জার্মানির পূর্বতন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ১৬ বছর সাফল্যের সঙ্গে জার্মানির রাষ্ট্রপ্রধানের পদ সামলান এবং দেশের উন্নতি ও অগ্রগতির ধারা অক্ষুণ্ণ রেখে জার্মানিকে ইউরোপের অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করেন। পরপর চারটি নির্বাচনে জয়লাভের পর সম্প্রতি জার্মানি তথা বিশ্বের জনপ্রিয় এই নেত্রী রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন।
জার্মান রাজনীতিতে মর্কেলের ছেড়ে যাওয়া পদ পূর্ণ করলেন Olaf Scholaz। কিন্তু জার্মান রাজনীতিতে মর্কেলের শূণ্যস্থান পূরণ সহজ ব্যাপার নয়। নতুন চ্যান্সেলর Olaf Scholaz ও সেকথা স্বীকার করেছেন। পূর্বসূরীর প্রতি অপরিসীম শ্রদ্ধা প্রকাশ করে তিনি জানান, মর্কেলের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে তিনি তার যোগ্য উত্তরসূরী হওয়ার চেষ্টা করবেন।
জার্মানির পূর্বতন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ১৬ বছর সাফল্যের সঙ্গে জার্মানির রাষ্ট্রপ্রধানের পদ সামলান এবং দেশের উন্নতি ও অগ্রগতির ধারা অক্ষুণ্ণ রেখে জার্মানিকে ইউরোপের অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করেন। পরপর চারটি নির্বাচনে জয়লাভের পর সম্প্রতি জার্মানি তথা বিশ্বের জনপ্রিয় এই নেত্রী রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন।
জার্মান রাজনীতিতে মর্কেলের ছেড়ে যাওয়া পদ পূর্ণ করলেন Olaf Scholaz। কিন্তু জার্মান রাজনীতিতে মর্কেলের শূণ্যস্থান পূরণ সহজ ব্যাপার নয়। নতুন চ্যান্সেলর Olaf Scholaz ও সেকথা স্বীকার করেছেন। পূর্বসূরীর প্রতি অপরিসীম শ্রদ্ধা প্রকাশ করে তিনি জানান, মর্কেলের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে তিনি তার যোগ্য উত্তরসূরী হওয়ার চেষ্টা করবেন।
পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটা তেতো সত্যি !! এখন কিভাবে এগোবে ??
Click : https://youtu.be/ksL56BwjQ6c
Click : https://youtu.be/ksL56BwjQ6c
বিগত ৫ বছরে প্রায় ৬ লক্ষ মানুষ ত্যাগ করলেন ভারতীয় নাগরিকত্ব। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০১৫ এর জানুয়ারি থেকে ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত প্রায় ৫ লক্ষ ৮০ হাজার মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছেন। কেবলমাত্র এই বছরেই, সেপ্টেম্বর মাস পর্যন্ত সংখ্যাটা ১,১১,২৮৭ জন।
২০১৬-২০২০ এই সময়টাতে ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করেছেন ১০,৬৪৫ জন। তাদের মধ্যে ৪,১৭৭ জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে।
এই সময়কালে ১,৩৩,৮৩,৭১৮ জন ভারতীয় নাগরিক বিদেশে বসবাস করতেন।
ভারতের নাগরিকত্ব ছেড়ে মার্কিন নাগরিক হওয়ার ঝোঁক বরাবরই বেশি। গোটা তালিকার ৪৪ শতাংশ আবেদনই আমেরিকার নাগরিকত্ব নিতে ভারতীয় নাগরিকত্ব ছাড়ার। সেক্ষেত্রে গত ৫ বছরে সেই সংখ্যাটা আড়াই লক্ষ। ১ লক্ষের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন এবং ৯৪,৮৭৪ জন কানাডার নাগরিকত্ব নিয়েছেন। অস্ট্রেলিয়া ও কানাডা মিলিয়ে ৩৩ শতাংশ মানুষ ভারতের সিটিজেনশিপ ছেড়েছেন। বাকি দেশগুলোর ক্ষেত্রে এই সংখ্যা ১.৩ লক্ষ। ৩৫,৯৮৬ জন ব্রিটেনের নাগরিকত্ব পেতে ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
২০১৬-২০২০ এই সময়টাতে ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করেছেন ১০,৬৪৫ জন। তাদের মধ্যে ৪,১৭৭ জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে।
এই সময়কালে ১,৩৩,৮৩,৭১৮ জন ভারতীয় নাগরিক বিদেশে বসবাস করতেন।
ভারতের নাগরিকত্ব ছেড়ে মার্কিন নাগরিক হওয়ার ঝোঁক বরাবরই বেশি। গোটা তালিকার ৪৪ শতাংশ আবেদনই আমেরিকার নাগরিকত্ব নিতে ভারতীয় নাগরিকত্ব ছাড়ার। সেক্ষেত্রে গত ৫ বছরে সেই সংখ্যাটা আড়াই লক্ষ। ১ লক্ষের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন এবং ৯৪,৮৭৪ জন কানাডার নাগরিকত্ব নিয়েছেন। অস্ট্রেলিয়া ও কানাডা মিলিয়ে ৩৩ শতাংশ মানুষ ভারতের সিটিজেনশিপ ছেড়েছেন। বাকি দেশগুলোর ক্ষেত্রে এই সংখ্যা ১.৩ লক্ষ। ৩৫,৯৮৬ জন ব্রিটেনের নাগরিকত্ব পেতে ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (IBRD) পশ্চিমবঙ্গকে 135 মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। এই অর্থে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও তার পরিকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে।
আইবিআরডি এবং এর ঋণ প্রদানকারী সংস্থা, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ), সম্মিলিতভাবে বিশ্বব্যাংক নামেও পরিচিত ।
সাম্প্রতিক তথ্য বলছে, পশ্চিমবঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে গত পাঁচ বছরে 4.5 শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বেড়েছে। রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থার অধীনে গ্রাহকের সংখ্যা গত ছয় বছরে দ্বিগুণেরও বেশি বেড়ে প্রায় 20 মিলিয়ন গ্রাহকে পৌঁছেছে।
পরিবর্তনশীল স্প্রেড লোন বা ফ্লোটিং ইন্টারেস্ট লোনের মেয়াদ হবে 17 বছর, যার মধ্যে সাত বছরের গ্রেস পিরিয়ড রয়েছে এবং এর লক্ষ্য থাকবে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করা, স্মার্ট-গ্রিড প্রযুক্তিতে বিনিয়োগ করা।
আইবিআরডি এবং এর ঋণ প্রদানকারী সংস্থা, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ), সম্মিলিতভাবে বিশ্বব্যাংক নামেও পরিচিত ।
সাম্প্রতিক তথ্য বলছে, পশ্চিমবঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে গত পাঁচ বছরে 4.5 শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বেড়েছে। রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থার অধীনে গ্রাহকের সংখ্যা গত ছয় বছরে দ্বিগুণেরও বেশি বেড়ে প্রায় 20 মিলিয়ন গ্রাহকে পৌঁছেছে।
পরিবর্তনশীল স্প্রেড লোন বা ফ্লোটিং ইন্টারেস্ট লোনের মেয়াদ হবে 17 বছর, যার মধ্যে সাত বছরের গ্রেস পিরিয়ড রয়েছে এবং এর লক্ষ্য থাকবে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করা, স্মার্ট-গ্রিড প্রযুক্তিতে বিনিয়োগ করা।
দেশের প্রথম রাজ্য হিসেবে রেশন গ্রাহকদের সুবিধা দিতে একটি বিশেষ WhatsApp chatbot তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ বিভাগের উদ্যোগে তৈরি করা হয়েছে সেটি। রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান ওই WhatsApp chatbot-এর মাধ্যমে সমাধান করা সম্ভব।
বাংলা এবং ইংরেজি ভাষায় এই সুবিধা পাওয়া যাবে। ওই চ্যাটবটের নম্বরটি হল- 919903055505 ।
পশ্চিমবঙ্গের যত গ্রাহক রেশন কার্ড ব্যাবহার করেন তাঁরা প্রত্যেকেই এই চ্যাটবটের (WhatsApp chatbot) সুবিধা পাবেন। পরিসংখ্য়ান অনুযায়ী প্রায় 10 কোটি গ্রাহক চ্যটবট ব্যবহার করতে পারেন। রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যা এবং অভিযোগ জানানো যাবে।
এই চ্যাটবটের মাধ্যেমে যে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল-।
১.তথ্য / অনুসন্ধান।
২. রেশন কার্ড সম্পর্কিত আবেদনপত্র।
৩. ধান কেনা সম্পর্কিত তথ্য।
৪. অভিযোগ জমা।
৫. রেশন কার্ডের সঙ্গে আধার ও মোবাইল নম্বর সংযুক্তিকরন।
৬. রেশন কার্ড সম্পর্কে তথ্য জানতে।
৭. 'খাদ্য সাথী' সম্পর্কিত পরিষেবা।
বাংলা এবং ইংরেজি ভাষায় এই সুবিধা পাওয়া যাবে। ওই চ্যাটবটের নম্বরটি হল- 919903055505 ।
পশ্চিমবঙ্গের যত গ্রাহক রেশন কার্ড ব্যাবহার করেন তাঁরা প্রত্যেকেই এই চ্যাটবটের (WhatsApp chatbot) সুবিধা পাবেন। পরিসংখ্য়ান অনুযায়ী প্রায় 10 কোটি গ্রাহক চ্যটবট ব্যবহার করতে পারেন। রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যা এবং অভিযোগ জানানো যাবে।
এই চ্যাটবটের মাধ্যেমে যে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল-।
১.তথ্য / অনুসন্ধান।
২. রেশন কার্ড সম্পর্কিত আবেদনপত্র।
৩. ধান কেনা সম্পর্কিত তথ্য।
৪. অভিযোগ জমা।
৫. রেশন কার্ডের সঙ্গে আধার ও মোবাইল নম্বর সংযুক্তিকরন।
৬. রেশন কার্ড সম্পর্কে তথ্য জানতে।
৭. 'খাদ্য সাথী' সম্পর্কিত পরিষেবা।
এভাবে আগে কেউ বলেনি !!
15 most Important Idioms and Phrases for Competitive Exams | #IdiomsTricks
Click : https://youtu.be/9aAWy1lrRCQ
15 most Important Idioms and Phrases for Competitive Exams | #IdiomsTricks
Click : https://youtu.be/9aAWy1lrRCQ
ভারতের প্রথম কর্মক্ষম গ্রীনফিল্ড স্মার্ট সিটির মর্যাদা পেল গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক (GIFT) সিটি। সবরমতী নদীর তীরে, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১২ কিমি দূরে শহরটি অবস্থিত। শহরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাসিন্দারা পায়ে হেঁটে স্বছন্দ্যে প্রয়োজনীয় কাজ করতে পারেন এবং এতে বাণিজ্যিক, আর্থিক এবং আবাসিক কমপ্লেক্স অন্তর্ভুক্ত রয়েছে। এটিই ভারতের প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র (IFSC), যেখানে ব্যাঙ্ক, স্টক এক্সচেঞ্জ এবং আর্থিক পরিষেবা সংস্থাগুলি তাদের বিশ্বব্যাপী ক্রিয়াকলাপ স্থাপন করেছে।
WBCS 2022 Notification Cancel ?! ICDS Mains Results Postponed ?! #TruthRevealed
Click : https://youtu.be/HH6Eu-WV3zU
Click : https://youtu.be/HH6Eu-WV3zU
-: Notice :-
Dear Students ,
আজ ঠিক 2.30pm এ আমাদের YouTube Channel এ Economics এর ওপর একটা Concept Class আসবে।
Class টা Live/Premiering শুরু হবে ঠিক 2.30 PM থেকে । আমি নিজেও live এ থাকবো তোমাদের live comment এর answer দিতে ।
এটা একটা experimental Class , সবাইকে suggest করবো - Live / Premiering Class এ থাকতে ।
Subject of the Class :
"Goods and Services Tax / GST - a Concept Class "
- Sujit Debnath Sir.
Dear Students ,
আজ ঠিক 2.30pm এ আমাদের YouTube Channel এ Economics এর ওপর একটা Concept Class আসবে।
Class টা Live/Premiering শুরু হবে ঠিক 2.30 PM থেকে । আমি নিজেও live এ থাকবো তোমাদের live comment এর answer দিতে ।
এটা একটা experimental Class , সবাইকে suggest করবো - Live / Premiering Class এ থাকতে ।
Subject of the Class :
"Goods and Services Tax / GST - a Concept Class "
- Sujit Debnath Sir.
A Concept Class on GST , Goods and Services Tax .
এটা একটা লম্বা ক্লাস। যার মধ্যে GST এর A2Z আলোচিত হয়েছে । দেখতে ভুলবেন না ।
Click : https://youtu.be/xBxXZ4sLBU8
(☝️Only for Serious Aspirants )
এটা একটা লম্বা ক্লাস। যার মধ্যে GST এর A2Z আলোচিত হয়েছে । দেখতে ভুলবেন না ।
Click : https://youtu.be/xBxXZ4sLBU8
(☝️Only for Serious Aspirants )
Declaration of New Online Batch for WBCS
Click : https://youtu.be/5LzyTD-M5_c
Click : https://youtu.be/5LzyTD-M5_c
Today is the last date of admission !!
Only 6 seats left !! #Hurry !!
To Enroll Your Name #Call Now 8927053159
WBCS Foundation Course
Covers : Prelims,Mains & Personality Test
Starts : 21st December , 2021
Duration : 12 months
Class Mode : Online Video Recorded Class
Notes : Pdf Notes
Mock:Weekly, Monthly & Final 75 Mocks
Course Fees : 13950/- ❌
4750/- ✅
( for admission of first 50 students)
Call Now 👉 8927053159
Only 6 seats left !! #Hurry !!
To Enroll Your Name #Call Now 8927053159
WBCS Foundation Course
Covers : Prelims,Mains & Personality Test
Starts : 21st December , 2021
Duration : 12 months
Class Mode : Online Video Recorded Class
Notes : Pdf Notes
Mock:Weekly, Monthly & Final 75 Mocks
Course Fees : 13950/- ❌
4750/- ✅
( for admission of first 50 students)
Call Now 👉 8927053159